প্রকাশিত,১,আগস্ট
এলিজা পারভীন লিজা, স্টাফ রিপোর্টারঃ
- সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে জীবনের তৃপ্তি খোঁজেন গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কেওয়া পর্ব খন্ড গ্রামের মানবতার ফেরিওয়ালা মোঃ সাফিজ উদ্দিন। কর্মব্যস্ততার পাশাপাশি নতুন-নতুন উদ্ভাবন করেও থেমে থাকেননি তিনি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ছিন্নমূল পথশিশু ও জনগণের চলাচলের স্বার্থে রাস্তা সংস্কার এর কাজ করে আসছেন সাফিজ উদ্দিন। এই সমস্ত কর্মকাণ্ড তিনি নিজ অর্থায়নে করে যাচ্ছেন বলে জানা যায়, মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে দীর্ঘদিন ধরে তিনি পরিবেশ ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে সেবা করে যাচ্ছেন।
এলাকাবাসী জানান,নিজের দক্ষতা, বুদ্ধিমত্তা, আত্মতৃপ্তির স্বাদ মিটাতে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে থাকেন উনার নিজ এলাকায়।পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং রাস্তা সংস্কারসহ এইসব কর্মকাণ্ডে মানুষের কাছে আজ তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসাবে পরিচিত। এলাকাবাসী আরো জানান, মোহাম্মদ হাফিজ উদ্দিন তিনি ১০ ই আগস্ট ২০২৪ ইং তারিখে উকিল বাড়ির মোড় হইতে আবুল খায়ের বিএসসি বাড়ির যাওয়ার রাস্তাটি বেহাল দুর্দশায় পরিণত হয়েছে। এ রাস্তা দিয়ে বিভিন্ন কারখানার হাজারো শ্রমিক যাতায়াত করে, আর এই রাস্তার বেহাল দুর্দশার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে কারখানার হাজারো শ্রমিকদের এবং আশেপাশে বাসা বাড়িতে থাকা লোকজনদের ভোগান্তি শেষ নেই ।এমন অবস্থায় তিনি ওনার নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে প্রায় ২০০ গজের উপরে রাস্তা,বালু বস্তা বন্দী করে রাস্ত মেরামতের কাজ করেন তিনি। পরে এই রাস্তাটি মানুষের চলাচলের সুবিধা উপযোগী হয় বলে জানান তারা। তাই এলাকাবাসী দাবি এই রাস্তাটি দ্রুত সময়ের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে এই রাস্তার উন্নয়ন কাজ করে জনসাধারণ মানুষের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দাবী জানান তারা।
সাফিজ উদ্দিন জানান, তার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকব ততদিন সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই বলে জানান তিনি। তিনি আরও বলেন, সমাজে শুধু একজন সাফিজ উদ্দিন হলে সমাজ পরিবর্তন হবে না। পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।