শ্রীপুরে নতুন প্রাইভেটকার ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মালিকের মৃত্যু ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-১৮, ২:৩৮ অপরাহ্ন /
শ্রীপুরে নতুন প্রাইভেটকার ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মালিকের মৃত্যু ।

প্রকাশিত,১৮, জানুয়ারি,২০২৪

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ডোবার পানিতে পড়ে মালিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চালক। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামে গোপাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার মালিক মো. মাফিজ মণ্ডল (৬৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার ছেলে। আহত চালক রুবেল একই এলাকার খোকা মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছয় দিন আগে প্রাইভেটকারটি কেনার পর বৃহস্পতিবার ভোরে গাড়িটির রেজিস্ট্রেশন করার জন্য ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে মালিকের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ডোবায় ছিটকে পড়ে যায়। গাড়ির দরজা লক থাকার কারণে ডোবায় পড়ে পানিতে ডুবে যায় প্রাইভেটকারটি। দরজা ভেঙে বের করার আগেই মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ গনমাধ্যমে জানান, ভোরবেলা ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।