প্রকাশিত,০১, সেপ্টেম্বর,২০২২
মোঃ এনামুল হক গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে নয়নপুর বাজারে ৬টি দোকান পুড়ে ছাই।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নয়নপুর বাজার ঈমান আলী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। ঈমান আলী সুপার মার্কেটের নাসিরের মোটরসাইকেল গ্যারেজ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দোকানিরা।
স্থানীয় ব্যবসায়ী মোস্তফা কামাল জানান,হাজ্বী ইমান আলী মার্কেটের ব্যবসায়ী হাদিউরের টাইলস এর গোডাউন ও ফার্নিচারের দোকান,নাসিরের মোটর সাইকেলের গ্যারেজ ও একটি পাখির দোকান,আঃ হামিদ মিয়ার আরফান ডিজিটাল ট্রান্সপোর্ট এবং আইনউদ্দিনের ফার্নিচারের দোকানসহ ৬টি দোকান পুড়ে গেছে। এতে হতাহতের কোনে খবর পাওয়া যায়নি। সব মিলে ৬টি দোকানের ত্রিশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন চৌধুরী রায়হান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঈমান আলী সুপার মার্কেটে টিনশেড মার্কেটে আগুন লাগে। এতে ৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে তবে এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আপনার মতামত লিখুন :