প্রকাশিত,১৮, জানুয়ারি,২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে ২০২৪-২০২৪ অর্থ বছরে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকার সহ বার দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় কর্মসূচি পালিত হয়েছে।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেন্দ্রীয় কমিটির নির্দেশে দেশব্যাপী ১৮ জানুয়ারি শ্রমিকদের ২০২৪-২০২৪ অর্থ বছরে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকার সহ বার দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দাবি দিবস উপলক্ষে লিফলেট বিতরণ,সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার প্রত্যায়ে উপজেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা কমিটি।
রোজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারি উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইমারত নির্মাণ শ্রমিকদের সভাপতি মোঃ এমদাদুল হক মাঝি এর সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুনআমিন প্যাদা,মোঃ আলী হোসেন প্যাদা,মোঃমস্তোফা মিয়া,আলমগীর মাঝি,মোঃ নজরুল ইসলাম, এমদাদুল হক, মোঃ মহোসিন,প্রচার সম্পাদক রিয়াজ হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন ইনসাফ এর সংগঠক গণ উপস্থিত ছিলেন।