প্রকাশিত,১৫, আগস্ট,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পৌরসভা মেয়র হাজী মোহাম্মদ আইয়ুব বাবুল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমার কোনদিন স্বাধীন রাষ্ট্র বাংরাদেশ পেতাম না। বঙ্গবন্ধু’র ত্যাগ ও আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। যারা বঙ্গবন্ধু’র ত্যাগ স্বীকার করে না তারা কখনো এদেশের নাগরিক হতে পারে না। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে’র প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। তার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপি-জামায়াত ও বিদেশী সেই ঘাতক চক্ররা পুনরায় ১৫ আগষ্ট সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রযেছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট দেশ গড়তে আগামী নিবার্চনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতাই আনতে হবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণের জন্য ভবিষ্যৎ প্রজন্মের এগিয়ে যাওয়ার আহবান জানান। তিনি গতকাল সোমবার (১৪ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটিয়া পৌরসভা আয়োজিত ৫ দিন ব্যাপী অনুষ্ঠান মালার ৪র্থ দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় পৌরসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির আহবায়ক ও কাউন্সিলর গোফরান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, জসিম উদ্দিন, সরোয়ার কামাল রাজীব, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, পৌরসভার প্রধান নির্বাহী নেজামুল হক, সহকারি প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, উপ সহকারি শাহাজাহান খান, পৌর হিসাব রক্ষক হারুনুর রশিদ, পৌর কর নিধারক শরীফ খান, কর আদায়কারী তপন কুমার শর্মা, লাইসেন্স পরিদর্শক বিধান দাশ, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়–য়া প্রমুখ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম।
১৪/০৮/২৩
আপনার মতামত লিখুন :