শেরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো জ্বালানি তেল-গ্যাসের অবৈধ দোকান।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০২, ১:০৩ অপরাহ্ন /
শেরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো জ্বালানি তেল-গ্যাসের অবৈধ দোকান।

প্রকাশিত, ০২,জুন, ২০২৪

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি.

বগুড়ার শেরপুর মহাসড়কের পার্শ্বে থাকা লিমন এন্টারপ্রাইজ নামে অনুমোদনহীন এক জ্বালানি তেল ও গ্যাসের দোকান আগুনে পুড়ে গেছে। পাশাপাশি ওই ভবনের দো’তালায় ও তিনতলা থাকা সোস্যাল ইসলামি ব্যাংকের একটি উপ-শাখাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্টের পাঁচটি ইউনিট প্রায় ৩ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে।

শনিবার (১ জুন) রাত সোয়া ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাসপাতাল রোডের(খেজুরতলা) এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মঞ্জিল হক।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলার জ্বালানি তেল-গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর পানি ফুরিয়ে গেলে প্রায় আধাঘণ্টা আগুন নেভানোর কাজ বন্ধ ছিল। আর এ সময়ের মধ্যে আগুন আরও ভয়াবহ রুপ নেয়। দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার গুলো থেমে থেমে বিস্ফোরণ ঘটতে থাকে। পরে পাশের এক জলাশয় থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস সিলিন্ডার ও টায়ারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যায় ফায়ার সার্ভিস। শেরপুর ফায়ার সার্ভিস ছাড়াও পার্শ্ববতী বগুড়া, শাজাহানপুর, ধুনট ও চান্দাইকোনা ফায়ার স্টেশনের আটটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে জ্বালানি তেলের পুরো দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। তবে ওই দোকানের পাশে দো-তলায় ব্যাংকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় এক দমকল কর্মী আহত হয়েছেন। আগুন লাগার সঠিক কারণ ও পুরো ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভয়াবহ এই আগুনের মহাসড়কের পাশে থাকা এগারো কেভি বৈদ্যুতিক সংযোগের তার পুড়ে গিয়ে আশপাশের এলাকায় বিদুৎ সরবারহ বন্ধ আছে। বিদুৎ স্বাভাবিক করতে কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শনে আসা শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী বলেন, তিন মাস আগে আগুনে ভষ্মীভূত এই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করে মহাসড়কের পাশে থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠান মালিক সরে যাওয়ার জন্য কিছু সময় প্রার্থনা করেছিলেন। এ ঘটনায় লিমন এন্টারপ্রাইজের মালিক জিন্নাহ এবং ভবন মালিক দুলাল রহমানকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আগামী এক সপ্তাহের মধ্যে মহাসড়কের ধারে গড়ে ওঠা অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা।

উত্তম সরকার
বগুড়া প্রতিনিধি

০২ জুন ২০২৪