প্রকাশিত,১৯, জুলাই,২০২৩
মিন্টু কন্দকার নকলা প্রতিনিধিঃ
নকলায় নবাগত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সাথে নকলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্ধ, সাংবাদিক, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই বুধবার নকলা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, ডিজিটাল বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ চলছে। আগামীর উন্নত-সমৃদ্ধ ও পরিচ্ছন্ন দেশ গড়ার ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল সকলকে একযোগে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি নকলা উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসারের অল্প দিনে উন্নয়ন কর্মকান্ড নিয়ে সন্তুোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নকলা উপজেলাকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, নকলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মুনসুর আহেমদ,নকলা উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মো: গোলাম মোস্তফা, প্রাণী সম্পদ কর্মকর্তা ড: ইসাহাক আলি,নকলা হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান গন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী, নকলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ, ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
পরিশেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে ক্যারাতে ড্রেস,বই সহ বিআরডিবি’র শস্য কর্মসূচীর উপকারভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।
উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ঔষধী বৃক্ষ রোপন করেন। হত দরিদ্র দুই জনকে দোকান ঘর দিয়ে পূনর্বাসন করেন।
আপনার মতামত লিখুন :