শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট  দেশ গড়তে দলের ত্যাগি নেতা কর্মীদের ঐকবদ্ধ হতে হবে- পটিয়া বদিউল আলম ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-০৫, ১১:৩৪ অপরাহ্ন /
শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট  দেশ গড়তে দলের ত্যাগি নেতা কর্মীদের  ঐকবদ্ধ হতে হবে- পটিয়া বদিউল আলম ।

প্রকাশিত,০৫, জুলাই,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নৌকার  মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির  যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাল সবুজের পতাকায় একটি দেশ সোনার বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু’র স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করার, কিন্তু ৭৫ সালের ১৫ আগষ্ট দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীরা স্ব-পরিবারে হত্যা করে দেশকে পাকিস্তান রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। ভাগ্যক্রমে সেই দিন বঙ্গবন্ধু’র দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশ থাকা প্রাণে বেচেঁ যান। বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে রাতদিন কাজ করে যাচ্ছে। দেশের সামগ্রীক উন্নয়নকে বাধাঁগ্রস্থ করতে দেশী -বিদেশী, বিএনপি-জামায়াত জোট নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নিবার্চনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ বিনিমাণে পুনরায় আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সে সাথে পটিয়ায় পরিবর্তনের লক্ষ্যেই ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি গতকাল বুধবার (৫ জুলাই) রাতে পটিয়া একটি রেস্তুরায় পটিয়া আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে মতবিনিময়ে উপরোক্ত কথা গুলো বলেন। 

সাবেক পটিয়া উপজেলা যুুবলীগ যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সোহেল ইমরানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা একরাম দ্দৌলা, আ’লীগ নেতা দুলাল সরোয়ার, সাইফুল ইসলাম, উপজেলা মৎসজীবিলীগ আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম, হাসান শরীফ, ইকবাল হোসেন, বেলাল, আবূ তৈয়ব, আবদূল আওয়াল, আনোয়ার হোসেন, মাসুদ, ছোটন, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।

০৫/০৭/২৩ ইং