প্রকাশিত,০১, জুলাই,২০২২
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের অভিযোগে ৭১ লাখ ৬৯ হাজার টাকার বৈদেশিক (মিয়ানমার) বিভিন্ন চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২বিজিবি)। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি।
সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং বিজিবি সড়ক তল্লাশী চৌকিতে ২ বিজিবি অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল হোয়াইক্যং চেকপোষ্টে নিয়মিত তল্লাাশী কার্যক্রম পরিচালনা করছিল।
টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ট্রাক হোয়াইক্যং চেকপোষ্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। তল্লাশী কালে গাড়ী চালক (মালামালের মালিক), হেলপার এবং সিএন্ডএফ এজেন্ট’কে অধিকতর জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মালামালগুলি অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে মর্মে স্বীকার করে। উল্লেখিত মালামালের কোন বৈধ কাগজপত্র না থাকায় এবং সরকারী কর/শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানী মালামাল বহনের দায়ে উক্ত ব্যক্তিদের মালামাল এবং ট্রাকসহ আটক করা হয়েছে।
ধৃতরা হলো- উপজেলার সাবরাং ইউনিয়নের আব্দু সালামের ছেলে ইয়াছিন আরাফাত (২৮), হ্নীলা ইউনিয়নের জাদিমুরার আবু শামার ছেলে নুরুল আলম (৫৫), বান্দরবান, নাইক্যংছড়ি থানার মৃত এখলাছ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২৮)।
বিজিবি অধিনায়ক জানান, টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখে ছেড়ে আসা (সিলেট-ট-১১-০১৮৭) নাম্বার একটি ট্রাক হোয়াইক্যং সড়ক তল্লাশী চৌকিতে পৌছালে চালক ও আরোহীদের আচরন সন্দেহ হয়।
এসময় গাড়িতে বহনকৃত পণ্যের কাগজ পত্র যাচাই করে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের দ্বায়ে ৭১ লাখ ৬৯ হাজার টাকা মূল্যমানের ৫৬৬ প্যাকেট রিচ-কফি, ৩৬১ সেট থামি, বেবী সেট ৯০ পিস, ২ বস্তা তেতুল আঁচার, ৫৪ মন সুপারি, ১৫ বস্তা নুডলস, ১০৫ মন শুটকি, ৫০ বস্তা লাপাচু জব্দ করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত ৫০ লাখ টাকা মূল্যমানের গাড়িটিও জব্দ করা হয়।
এছাড়াও আটককৃত আসামীদের নিকট হতে ১১,০০০/- (এগার হাজার) টাকা মূল্যমানের ০৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন(২বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় সোপর্দ এবং জব্দকৃত গাড়ি ও পন্য টেকনাফ শুল্ক স্টেশনে জমা দেয়া হবে ।####
আপনার মতামত লিখুন :