শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জলবায়ু সম্মেলন


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০৯, ৯:১১ পূর্বাহ্ন /
শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জলবায়ু সম্মেলন

ঢাকায় শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে ‘আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩। শুক্রবার (৮ সেপ্টেম্বর) হোটেল শেরাটনে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আঞ্চলিক জলবায়ু সম্মেলনে উদ্ভোধনী বক্তব্য দেন-প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর প্রধান পৃষ্ঠপোষক সাবের হোসেন চৌধুরী। এর আগে স্বাগত বক্তব্য দেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩ এর উপদেষ্টা পিকেএসএফ এর চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ ও ক্লাইমেট পার্লামেন্ট ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ক্লাইমেট স্টিমেটস কমিটির চেয়ারপারসন সঞ্জয় জৈশাল ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারপারসন তানভির শাকিল জয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, এ শীর্ষ সম্মেলন নীতিনির্ধারক, কূটনীতিক, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, যুব এবং অন্যান্য স্টেকহোল্ডারদের স্থিতিস্থাপক দক্ষিণ এশিয়ার প্রতি তাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করতে এক ছাতার নিচে নিয়ে আসার কথা বলেছেন।

জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ এবং মানবতার জন্য একটি রেড কোড হিসেবে গবেষণা করা হয়েছে তাই এক বিশ্ব ধারণা মডেলের অধীনে এই উল্লেখযোগ্য সংকটকে একত্রিত করার এবং কাজ করার সময় এসেছে৷ এই সামিট তারই একটি সমন্বয়ের কথা বলে। যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নীতিনির্ধারকগণ একত্রিত হয়েছেন।

আঞ্চলিক জলবায়ু সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সাবের হোসেন চৌধুরী বলেন, নেতৃত্ব প্রখর হতে হবে এবং স্পিকার নেতৃত্বের ভূমিকায় নেতৃত্ব দেওয়ার এবং আমাদের উৎসাহিত করার দায়িত্ব নিয়েছেন।