প্রকাশিত,১৯, জানুয়ারি,২০২৪
মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
” জন্মদিনে মনটা আনন্দে ভরে যায়
কাছে পেতে চায় সব আপন জনকে
সবার ভালবাসায় সিক্ত হয়ে
আরেকটি বছর পার করার
শক্তি সঞ্চিত হয়ে যায়
ভালোবাসার আলোয় ঘিরে থাকে
পুরো দিনটি আর মনে হয়
ইস প্রতিটি দিন যদি হতো জন্মদিন এর মতো।
” জন্মদিনের শুভেচ্ছা কুড়ানোর পর
তোমাকে সব সময় তোমার
বাবা মাকে ধন্যবাদ জানানো উচিত
তাদের বলা উচিত হে পিতা মাতা
তোমার কারনে দেখেছি ধরণী
এসেছে এই দিনে পৃথিবীতে
তোমার কারনে বেঁচেছি এত বছর
তোমার দেওয়া সুখের বৃষ্টিতে।
” মিষ্টি সোনা ছোট্ট পরী আজ তোমার জন্মদিন।
বড় হয়ে তুমি শুধাবে আমার সকল ঋণ
ভালোবাসায় সিক্ত করে তোমায় করছি বড়
বৃদ্ধকালে তুমি আমায় দেবে সুখের আলো।
শুভ জন্মদিন
” দিন যায় দিন আসে,
বছর যায় বছর আসে,
সবাই আশায় থাকে একটি ভালো দিনের,
আর আমি বন্ধু আশায় থাকি তোমার জন্মদিনের।
শুভ জন্মদিন
‘ স্বপ্নগুলো সত্যি হোক তোমার
দূরে চলে যাক সকল নিরাশা
জন্মদিনের এই দিনটার মত কাটুক সারা জীবন
এটাই আমার আশা।
শুভ জন্মদিন।
” পেছনে ফেলে দাও সব দুঃখ
ঝেরে নাও সকল অভিমানের বোঝা
তোমার এই জন্মদিনে রইলো
আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা”
” সুখের দিনগুলো চলে যায় এভাবেই
কিন্তু তোমার জন্মদিন বার বার আসুক
তোমার জীবনে বয়ে জক সুখ আর
সফলতার অপরিসীম ঢেউ
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায়
জেনে রাখ আমি তোমার আপন কেউ ‘
” হাজার গোলাপের শুভেচ্ছা রইল তোমার জন্মদিনে,
প্রতিবছর যাক তোমার জন্মদিনের প্রতিটি ক্ষণ সুখের প্রহর গুনে গুনে।
” এই দিনে পৃথিবীতে এসে তুমি করেছ পৃথিবীতে আলো,
তোমার থেকে নয়কো আমার কাছে আর কেউ ভালো,
তোমার সফলতা চাই আমি প্রতি ক্ষণে ক্ষণে,
তোমাকে তোমার জন্মদিনের ভালোবাসা জানাই আমি মনে মনে,
” হাজার বছর বেঁচে থাকো
প্রতিবছর জানাবো তোমায় শুভ জন্মদিন“
” অবশেষে, তোমার বিশেষ দিনটি ঘনিয়ে এসেছে। নতুন বছরকে টেঁনে নিতে এবং পুরাতন বছরকে বিদায় জানাতে সবাই আজ একত্রিত। শুভ জন্মদিন।
” আরেকটা বছর চলে গেল তোমার জীবন থেকে,
পাওয়া না পাওয়ার হিসাব টা না হয় আজ রেখে দিও,
জীবন থেকে চলে যাওয়ার একটি বছরের জন্য আফসোস না করে
নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যাও।
শুভ জন্মদিন।,,,,,,,,হাসনা হেনা হিমু,,,,,,,
আপনার মতামত লিখুন :