প্রকাশিত,২৭,অক্টোবর
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার :
সম্প্রতি শুটিং শেষ হলো চলচ্চিত্র 'নদাই' । দীপক সাহার কাহিনি অবলম্বনে পথিক শহিদুলের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, সুমু চৌধুরী, দীরাজ মাহমুদ,মনিকা আলম, মনোয়ার হোসেন মনি,শিশুচরিত্রে কাব্য, ফারিহা সহ প্রায় ৫০ জন।।
নদাই চলচ্চিত্র নিয়ে পরিচালক পথিক শহিদুল বলেন, ,‘নদাই’ সিনেমার শুটিং যাত্রা সমাপ্ত করতে পারা আমাদের জন্য এক আবেগঘন অভিজ্ঞতা। আমাদের শিশুতোষ এই চলচ্চিত্রটি হতদরিদ্র জেলে পল্লীর স্কুল পড়ুয়া মেধাবী ছাত্র নদাই এর স্বপ্ন ও সংগ্রাম নিয়ে ।। ব্যতিক্রম উপকরনের মাধ্যমে ছবি আঁকে এবং মানবিক একজন যুবক যার নাম কামাল তার ক্যামেরা ছবি তোলা শেখা ও পুরস্কার প্রাপ্তীকে কেন্দ্র করে নির্মিত, যেখানে নদী মানুষের জীবনের সাথে গভীরভাবে যুক্ত। আমরা চেষ্টা করেছি গ্রামের মানুষের স্বপ্ন, সংগ্রাম এবং নিস্তরঙ্গ জীবনযাপনের সৌন্দর্য ও কষ্টগুলোকে পর্দায় তুলে ধরতে।
সিনেমাটির প্রতিটি চরিত্র আমাদের হৃদয় থেকে উঠে এসেছে, বিশেষত নদাই এবং তার পরিবারের সদস্যরা। আশা করি, এই সিনেমা দর্শকদেরও একইভাবে স্পর্শ করবে এবং আমাদের দেশের গ্রামীন সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা বাড়াবে।
সবার সহযোগিতায় আমাদের এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, এজন্য টিমের সকল সদস্য এবং স্থানীয় গ্রামবাসীর কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আশা করি, ‘নদাই’ আপনাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিবে।”