প্রকাশিত,১৪,নভেম্বর
রাকিবুল হাসান(রকি)
শিবচর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজমিস্ত্রী হিরু মাতুব্বর(৩৫) কে হত্যার প্রতিবাদে অভিযুক্তদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অভিযুক্ত টুকু ফরাজী ও শাহাদাত আকনের ফাসির দাবী করে পরিবার ও এলাকাবাসী।
উল্লেখ্য, দত্তপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির নেতা মালেক মোল্লার সঙ্গে টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। ফরাজি গোষ্ঠী স্থানীয় আরেক বিএনপি নেতা মো. শাহাদাত হোসেনের সমর্থক। গত রোববার রাতে এই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে উভয় পক্ষের লোকজন গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন উভয় পক্ষের অন্তত ৬ জন।
টুকু ফরাজীর অনুসারীরা দুপুরে প্রতিপক্ষের মালেক মোল্লার অনুসারীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় হিরুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার ময়না তদন্ত শেষে হিরু মাতুব্বরের মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, দত্তপাড়ার ঘটনায় থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :