শিবচরে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন সাকিব আল হাসান।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-০৪, ৮:৩০ অপরাহ্ন /
শিবচরে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন সাকিব আল হাসান।

প্রকাশিত,০৪,মে,২০২৪

রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর

আমেরিকান বিশ্বখ্যাত কালার কসমেটিক্স ব্র্যান্ড “হারল্যান” তার যাত্রা শুরু করেছে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার শিবচরে অথেনটিক কসমেটিক্সের দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। এসময় তাকে এক নজর দেখতে ছিলো উপচেপড়া ভিড়।

শনিবার (০৪ মে) বিকেলে উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে রিটেইল কসমেটিক শপ ‘হারল্যান স্টোর’ ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় সাথে ছিল চিত্র নায়ক ইমন।

এ হারল্যান স্টোরটি শিবচর উপজেলার ৭১ সড়ক ওয়াল্টন শো-রুম সংলগ্ন মোল্লা মার্কেটের নিচতলায় অবস্থিত। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখতে দুপুর গড়াতেই যেন জনসমুদ্রে রূপ নেয় ৭১ সড়ক ও আশেপাশের এলাকা।

উদ্বোধন অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধন প্রোডাক্টগুলো প্রাপ্তি নিশ্চিত করছে।

তিনি আরো বলেন, প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে লিলি, হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কীনের প্রোডাক্টগুলো। এর বাইরে টাইলক্স, অরিক্সসহ হোম কেয়ার পণ্যও পাওয়া যাবে এখানে। মানসম্মত অথেনটিক পণ্য কিনতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চিত্র নায়ক ইমন বলেন, হারল্যান স্টোর দেশের সকল প্রান্তে আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধন পণ্যপ্রাপ্তি নিশ্চিত করছে। কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্টপ্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার, দেশ ইলেকট্রনিক্স সত্তাধীকারী ফজলুল হক ও কাউসারসহ কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তারা।