প্রকাশিত,২৭,অক্টোবর
রাকিবুল হাসান(রকি)
শিবচর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলায় যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল চিকিৎসার আয়োজন করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসার আয়োজন করা হয়।
এছাড়াও শিবচর প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন উপজেলা যুবদল নেতা তাইজুল ইসলাম সজিব খান।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা.মো.তরিকুল ইসলাম মুকুল' এম.বি.বি.এস(ঢাকা)
ডা.মো.অহিদুল সরকার,ডি.এম.এফ(ঢাকা)।
চিকিৎসকদের পরামর্শ,কিডনি,ডায়েবিটিস, ব্লাড, প্রেশার, মা ও শিশু রোগের পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ঔষুধ দেওয়া হচ্ছে। পাঁচ শতাধিক মানুষকে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
এ সময় ফ্রি চিকিৎসাসেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।