প্রকাশিত,১৬,অক্টোবর
রাকিবুল হাসান(রকি)
শিবচর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে,পদ্মা নদী থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস অফিসার ও চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির টিম।
অভিযান পরিচালনার সময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১।মো: সাইফুল ইসলাম(২৮),২।মো:ইব্রাহীম মোড়ল((১৯) ও ৩।মো:কাদির মিয়া। আটককৃত ব্যক্তিদের সাথে একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ মো:হাবিবুল্লাহ বলেন,‘পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয় সাথে ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে এই অভিযান অব্যাহত থাকবে’।
উদ্ধারকৃত ৬০ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও মাদরাসা এবং হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :