প্রকাশিত, ৩০,মে,২০২৪
শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ছোট ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
গত ২৪ মে উপজেলার বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের ৩নং ওয়ার্ড মাদবর কান্দি
এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী নুরুন্নাহার আক্তার(২৮)এর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,
যাদুয়ারচর গ্রামের মাদবর কান্দি এলাকার মোঃ সামাদ মাদবরের ছেলের সাথে তার বিয়ে হয়।
বিয়ের পর স্বামীর বাড়িতে ঘর সংসার করা অবস্থায় এক কন্য সন্তানের মা হন তিনি।
এরপর সংসারের আর্থিক সচলতা রাখার জন্য স্বামী দীদার মাদবর রাজধানীর ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীতে চলে যান।
এরই সুযোগে বিভিন্ন সময় ভাসুর আজিজুল মাদবর(৬১) তার আপন ছোট ভাইয়ের স্ত্রীরকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে গত ২৪ মে বিকেল ৪:৩০ মিনিটে ভাসুর
আজিজুল মাদবর ওই গৃহবধূর শয়ন ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন।
এ সময় ওই গৃহবধূ ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে আসে,এবং আজিজুল মাদবরকে গৃহবধূর ঘর থেকে পালিয়ে যেতে দেখে।
এ বিষয় অভিযুক্ত আজিজুলের সাথে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি,তবে তার স্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :