প্রকাশিত, ২৫,মে,২০২৪
রাকিবুল হাসান(রকি)
শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে নিলুফা আক্তার নিলা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(২৫ মে) দুপুরে শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের অধীন যাদুয়ারচর ব্রীজ এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিলুফা আক্তার নিলা শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন সৌদি প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।সে একটি কন্যা সন্তানের জননী।
স্থানীয় সুত্রে জানা গেছে, নীলার স্বামী বিদেশে থাকার সুবাদে সন্তানকে নিয়ে সে শিবচর পৌর এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।গত কয়েকদিন ধরে পারিবারিক বিভিন্ন সমস্যার কারনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।আজ সকালে সবার অগোচরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে থাকে।এসময় পাশের বাড়ির একজন এসে ডাকাডাকি করলে ভিতরে কোন শব্দ না পেলে তারা ঘরের জানালা দিয়ে দেখতে পান সে ঘরের ভিতর ঝুলতেছে।পরে শিবচর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এদিকে, নীলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
নীলার চাচী কাজল রেখা বলেন,সকালে আমরা খবর পাই।প্রথমে নীলার বাবা মা অসুস্থ থাকায় তাদের শিবচর নেইনি।আমরা গিয়ে দেখি দরজা ভিতর থেকে লাগানো।জানালা দিয়ে দেখতে পাই ওর পা দুটো বাধা ও উপড়ে একটি কাপড়ের সাথে ঝুলে আছে।পরে ওর বাবা মা ও সেখানে যায়,আবার থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নীলার ফুফাতো ভাই সাগর মিয়া বলেন,আমি মাদারীপুর এসেছে মরদেহ। ময়না তদন্ত
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মর্গে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :