প্রকাশিত,২৭, এপ্রিল,২০২৪
রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর
মাদারীপুরের শিবচরে ঔতিহাসিক বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে শনিবার (২৭’এপ্রিল) সকালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করে মুসল্লিরা। উক্ত নামাজে ইমামতি ও দোয়া করেন বাহাদুরপুর পীর মঞ্জিল মসজিদের খতিব ও কওমী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নজরুল ইসলাম। এ সময় বাহাদুরপুর পীর সাহেব আব্দুল্লাহ মুহাম্মদ হাসান উপস্থিত ছিলেন। নামাজে আগত মুসল্লীরা খোলা মাঠে ঘাম ঝড়িয়ে দু,হাত আকাশের দিকে তুলে রোনাজারি করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লীরা চোখের পানি ছেড়ে আমীন -আমীন ধনিতে আস্তানার বাতাস ভারি হয়ে যায়।বিশেষ করে শিশু ও বৃদ্ধাদের কান্না ছিলো লক্ষনীয়।
নামাজ ও মোনাজাত শেষে বাহাদুরপুর পীর সাহেব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,মানুষের অন্যায় ও পাপের কারণে আল্লাহ বেজার ও রাগ হয়ে যান।তখন বেশি বেশি তওবা করলে আল্লাহ মাফ করে দেন। এ সময় তিনি সারা দেশের মসজিদের খতিব,ইমাম সাহেব সহ রাষ্ট্র প্রধানদের প্রতি প্রত্যেক জেলা, উপজেলা, শহরে এই নামাজের আমল সরকারি ভাবে পালন করার আহবান করেন।
আপনার মতামত লিখুন :