শিবচরে বৃষ্টির জন্য প্রার্থনা করছে মুসল্লিরা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৭, ৬:১৮ অপরাহ্ন /
শিবচরে বৃষ্টির জন্য প্রার্থনা করছে মুসল্লিরা।

প্রকাশিত,২৭, এপ্রিল,২০২৪

রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর

মাদারীপুরের শিবচরে ঔতিহাসিক বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে শনিবার (২৭’এপ্রিল) সকালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করে মুসল্লিরা। উক্ত নামাজে ইমামতি ও দোয়া করেন বাহাদুরপুর পীর মঞ্জিল মসজিদের খতিব ও কওমী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নজরুল ইসলাম। এ সময় বাহাদুরপুর পীর সাহেব আব্দুল্লাহ মুহাম্মদ হাসান উপস্থিত ছিলেন। নামাজে আগত মুসল্লীরা খোলা মাঠে ঘাম ঝড়িয়ে দু,হাত আকাশের দিকে তুলে রোনাজারি করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লীরা চোখের পানি ছেড়ে আমীন -আমীন ধনিতে আস্তানার বাতাস ভারি হয়ে যায়।বিশেষ করে শিশু ও বৃদ্ধাদের কান্না ছিলো লক্ষনীয়।
নামাজ ও মোনাজাত শেষে বাহাদুরপুর পীর সাহেব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,মানুষের অন্যায় ও পাপের কারণে আল্লাহ বেজার ও রাগ হয়ে যান।তখন বেশি বেশি তওবা করলে আল্লাহ মাফ করে দেন। এ সময় তিনি সারা দেশের মসজিদের খতিব,ইমাম সাহেব সহ রাষ্ট্র প্রধানদের প্রতি প্রত্যেক জেলা, উপজেলা, শহরে এই নামাজের আমল সরকারি ভাবে পালন করার আহবান করেন।