শিবচরে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-২৬, ১০:৫১ অপরাহ্ন /
শিবচরে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ।

প্রকাশিত,২৬,নভেম্বর

রাকিবুল হাসান(রকি)
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এছাড়া ৫০ একর জমিতে সমলয় চাষাবাদের লক্ষ্যে ৭০ জন কৃষকের মাঝে ব্রি ধান-৯২ জাতের ৬০০ কেজি বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাকিব খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক হরিশ চন্দ্র বোস , উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফয়সাল খন্দকারসহ সকল উপ সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহাররের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০০ জন কৃষকের মাঝে জনপ্রতি এক বিঘা জমির জন্য ২ কেজি বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম বলেন, কৃষি ও কৃষক দেশের প্রাণ। কৃষি সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে। বোরো ধানের আবাদ বাড়াতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ দিয়ে সহযোগিতা করছে। আশা করছি, উপকারভোগী কৃষকেরা বীজের যথার্থ ব্যবহার করবেন এবং কৃষিতে ভূমিকা রাখবেন।