প্রকাশিত,১৭,ফেব্রুয়ারি
রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় লিমন বেপারী (২১) ও নয়ন (১৮) নামে ২ যুবক নিহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকার সার্ভিস লেনে এ দূর্ঘনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে ও ঘাতক ট্রাকটি আটক করেছে।
নিহত লিমন বেপারী শিবচরের দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নূর-মোহাম্মদ বেপারীর ছেলে ও নিহত নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে।
তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়,‘সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ শেষ করে গ্যারেজ বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা দুইজন।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন। নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।’
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান,‘ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে। ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :