প্রকাশিত,১৭, মার্চ,২০২৪
রাকিবুল হাসান(রকি)
শিবচর মাদারীপুর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানান আয়োজনে পালন করেছে
মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে রবিবার
(১৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এর আগে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি- বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠান র্যালি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসে। পরে উপজেলা ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনায়তনে আলোচনা সভায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান বি.এম আতাউর রহমান (আতাহার), সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদারসহ আরো অনেকেই। বক্তরা বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলেও প্রত্যাশা রাখেন বক্তারা।
আলোচনার পর পুরস্কার বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :