প্রকাশিত,১৩,অক্টোবর
রাকিবুল হাসান(রকি)
শিবচর প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও শুভেচ্ছা বার্তা পৌছে দিতে মাদারীপুর জেলা শিবচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা।
শনিবার (১২অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১১টি দুর্গা মন্দির পরিদর্শন করে প্রতিটি মন্দিরে সংশ্লিষ্ট মন্দিরের দায়িত্বরতদের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, শিবচর পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক (সাবেক) শাহাদাত কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), উপজেলা বিএনপি নেতা মোঃ সবুর গোমস্তা, মোঃ জাকির হোসেন গোমস্তা, দাদন ঢালী, সিদ্দিক গোমস্তাসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব'।