শিবচ‌রে পুকু‌রের পানিতে ডু‌বে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত‌্যু


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-০২, ১১:২৪ অপরাহ্ন /
শিবচ‌রে পুকু‌রের পানিতে ডু‌বে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত‌্যু

প্রকাশিত,০২,অক্টোবর

রাকিবুল হাসান(রকি)
শিবচর, প্রতি‌নি‌ধিঃ

মাদারীপু‌রের শিবচ‌রে গোসল কর‌তে নে‌মে পুকুরে ডুবে আ‌মেনা আক্তার(১০) না‌মের পঞ্চম শ্রেনী‌তে পড়ুয়া স্কুল শিক্ষার্থীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাশকা‌ন্দি ইউ‌নিয়‌নের মিরজারচর বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ‌নিহত ওই শিক্ষাথী উপ‌জেলার বাশকা‌ন্দি মিরজারচর বেপারী কা‌ন্দি গ্রা‌মের জা‌কির মুন্সীর মে‌য়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার সময় স্কু‌লে যাওয়ার আ‌গে বান্ধবী‌দের নি‌য়ে বা‌ড়ির পা‌শে গোসল কর‌তে না‌মে। সাতার কম যানা আ‌মেনা গোসল কর‌তে কর‌তে অসাবধানতাবশত পুকু‌রের গভীরস্থা‌নে গি‌য়ে পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। তার সা‌থে তার শ্রাবনী না‌মে অন‌্য বান্ধবীও পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। অন‌্য সহপাঠী‌দের চিৎকা‌রে প‌রিবা‌রের লোকজন দ্রুত এ‌সে শ্রাবনী‌কে উদ্ধার ক‌রে। ত‌বে আ‌মেনা আক্তার‌কে প্রায় ১৫মি‌নিট প‌রে পা‌নির তল‌দেশ থে‌কে উদ্ধার ক‌রে প‌রিবা‌রের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক কর্মকর্তা আ‌শিকুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তার হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন।