শিবচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-২৮, ৪:২৭ অপরাহ্ন /
শিবচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু।

প্রকাশিত,২৮,নভেম্বর

রাকিবুল হাসান(রকি)
শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, স্বপ্না(৫) ও আব্দুর রহিম(৩)। তারা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকার সৌদি প্রবাসী সানোয়ার হোসেন এর সন্তান।

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রহিম ও স্বপ্না। পরে বাড়ির পাশের লোকজন পানিতে ভাসতে দেখে পরিবারকে জানালে দ্রুত তারা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান,’সানোয়ার হোসেনের এই দুই সন্তানই। ওদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান,’হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল মনে হয়েছে।’