শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানবনন্ধন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০৭, ৯:৩৩ অপরাহ্ন /
শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানবনন্ধন।

প্রকাশিত,০৭,জানুয়ারি

রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি।

মঙ্গলবার (৭’ই জানুয়ারী) সকালে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী। এতে অংশ নেন, কাঁঠাবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, আগামী দুইদিনের ভিতরে অবৈধ ড্রেজার বন্ধ না হলে চরজানাজাত নৌ পুলিশ ফাড়ি অবরোধ করার ঘোষণা দেন।

এই সময় উপস্থিত ছিলেন, কাঁঠালবাড়ি ইউনিয়ন সাবেক মেম্বার তোতা মিয়া হাওলাদার, সাবেক মেম্বার লতিফ খান, সাবেক মেম্বার মাহমুদ ফকির, কৃষক কালা মিয়া হাওলাদার, হিরুন চৌকিদার,মান্নান মুন্সিসহ এলাকার অসংখ্য মানুষ।