প্রকাশিত,০৭,ডিসেম্বর,২০২৩
রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর
মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর এলাকার কৃতি সন্তান রুবেল সিপাই (৩৮) এর জানাযা নামাজে মানুষের ঢল নেমেছে। বুধবারের (৬ ডিসেম্বর ) বাদ যোহর শেখ পুর বালুর মাঠে তার নীজ বাড়িতে জানাযা নামাজ সম্পন্ন হয়।তিনি দীর্ঘ দিন ধরে উত্তর বঙ্গের পত্রিকার "পদ্মা পরিবহন"এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি পিত্ত থলিতে পাথর জনিত অপারেশনের জন্য ঢাকা হাতির পুল মডিউল ক্লিনিকে ভর্তি হন,অপারেশন শেষে তাঁর প্রচুর বমি ও কাশি দেখে দেয়।অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসর জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যু কালে তিনি এক মেয়ে, এক ছেলে,স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।তিনি অসংখ সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন।তাঁর মৃত্যুতে এলাকয় শোকের মাতম চলছে।