প্রকাশিত,০৯,জানুয়ারি
রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম রতন শেখের সাথে শিবচর প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ ইশার শিবচর থানা পুলিশের আয়োজনে থানা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, চুরি ও ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন ওসি।
এ সময়ে উপস্থিত ছিলেন শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, সহ সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোল্লা ও আহসান হাবীব শাহীন, সাংগঠনিক সম্পাদক রুবেল মোড়ল, কোষাধ্যক্ষ এ.এম দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক শাহীন বিন আনিস, তথ্য ও যোগাযোগ সম্পাদক মশিউর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রকি, আইন বিষয়ক সম্পাদক রাহাত হোসেন, কার্যকরী সদস্য গোলাম মাওলা, সদস্য সিয়াম প্রমুখ।
নবাগত ওসি রতন শেখ শিবচরের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ০৬ ই জানুয়ারী যোগদান করেছি, যোগদানের পর থেকে শিবচর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয় ভাবে কাজ করছি। শিবচর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি এ বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করেন।
তিনি আরো বলেন আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে থাকবে।
আপনার মতামত লিখুন :