প্রকাশিত,২৬,নভেম্বর
রাকিবুল হাসান(রকি)
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ঢাকা জার্নাল মাদারীপুর জেলা প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, বিজয় টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা মাদারীপুর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ, আর টিভি শিবচর প্রতিনিধি মো. খলিল মিয়া, দীপ্ত টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, মানবজমিন শিবচর প্রতিনিধি হায়দার আলী, ডেইলি পোস্ট পত্রিকার শিবচর প্রতিনিধি মশিউর কাজী, এশিয়ান টিভির শিবচর প্রতিনিধি রুবেল মোড়ল, দিনকাল পত্রিকার শিবচর প্রতিনিধি মতিউর রহমান দৈনিক ঘোষণা শিবচর প্রতিনিধি রাকিবুল হাসান(রকি) সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি।উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আস্বস্ত করেছেন।
আপনার মতামত লিখুন :