প্রকাশিত,২৬,জুন, ২০২৪
রাকিবুল হাসান(রকি)
শিবচর মাদারীপুর
মাদারীপুরের শিবচর পৌরসভা ৪নং ওয়ার্ড গোমস্তা কান্দি এলাকার সামিম বেপারীর বাড়ির সামনের বালুর মাঠে দেখা মিলল বিষধর রাসেল ভাইপার।
বুধবার (২৬ জুন) বিকেলে ময়নাকাটা নদীর কোলঘেঁষা ওই এলাকার বালুর মাঠ থেকে ধরা পড়ে বিষধর সাপটি। পরে স্থানীয়রা সাপটি পিটিয়ে মেরে ফেললেও পুরো এলাকার সাধারণ মানুষের মধ্যে রাসেল ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছে।
রফিক নামের একজন জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি এবার বাস্তবে আমাদের এলাকার বালুর মাঠে সাপটিকে নিজ চোখে দেখলাম।
আপনার মতামত লিখুন :