শিবচরে দয়াল বাবা হালিম ফকি।র(রহ্) এবং মজিদ ফকির এর বাৎসরিক উরসে ভক্তদের ঢল


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-২১, ১১:৩৮ অপরাহ্ন /
শিবচরে দয়াল বাবা হালিম ফকি।র(রহ্) এবং মজিদ ফকির এর বাৎসরিক উরসে ভক্তদের ঢল

প্রকাশিত,২১, ফেব্রুয়ারি,২০২৪

রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর

প্রখ্যাত সাধক পাগল কুলের শিরোমণি, দয়াল বাবা ল্যাংটা মনাই শাহ্ এর নির্দেশ মোতাবেক মাদারীপুরের শিবচরে
দয়াল বাবা হালিম ফকির (রহঃ) এবং মজিদ ফকির এর ৬৭ তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে পালা গান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ১০ টায় শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের উত্তর বাশকান্দি গ্রামে এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওরস মাহফিল উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরেও ২ দিন ব্যাপি পালা গানের আয়োজন করে মাজার কমিটি। বাউল গান পরিবেশন করেন, সুনীল কর্মকার ও পাগল তারা।

উরস পরিচালনায় ছিলেন বর্তমান গদিনশিন মোঃ কামাল ফকির ও মোঃ হারুন ফকির।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বয়াতি।

সভাপতিত্বে ছিলেন মোঃ লতিফ ফকির।
বিশেষ অতিথি ১। সাবেক ইউপি সদস্য দেলোয়ার ফকির ২। বর্তমান ইউপি সদস্য মোঃ মজিবর রহমান জমাদ্দার।

সার্বিক সহযোগিতায়
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আসাত ফকির, মাসুদুর রহমান, কাইয়ুম শেখ,রাকিবুল হাসান(রকি) সহ বিভিন্ন এলাকা থেকে আগত দয়াল বাবা হালিম ফকির(রহ্) এবং মজিদ ফকির এর মুরিদ ভক্ত ও আশেকানবৃন্দ।