প্রকাশিত,২৮,নভেম্বর
রাকিবুল হাসান(রকি)
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলার সেনেরবাট এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত। বুধবার (২৭ নভেম্বর) রাত ৯.৩০ মিনিটে বহেরাতলা উত্তর ইউনিয়নের সেনেরবাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার বহেরাতলা দক্ষিন ইউনিয়নের বহেরাতলা গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে হাসান হাওলাদার(২২), একই এলাকার রিপন হাওলাদারের ছেলে তাওহীদ(১৬)। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের গতিবিধি বুঝে উঠার আগেই ড্রাম ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা ইটের স্তুপের সাথে ধাক্কা খায় এবং সাথে সাথেই মাথায় আঘাত পেয়ে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়, তারপর আশেপাশের লোকজনের সহযোগিতায় আহত দু’জনকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরএমও মোঃ ইব্রাহিম বলেন, সড়ক দূর্ঘটনায় আহত মূমূর্ষ দুইজন রোগী হাসপাতালে আসলে তাদের ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়।
আপনার মতামত লিখুন :