রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর
মাদারীপুরের শিবচরে রায়হান সরকার(১৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। রোববার(১৯ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর জানাজাত ইউনিয়নের কনাই সরকারের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত রায়হান সরকার ওই এলাকার শাহীন সরকারের ছেলে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শিবচর থানায় মামলা দায়ের করেছেন রায়হানের বাবা শাহীন সরকার।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে দশটার দিকে প্রতিবেশী টিটু সরকারের বাড়িতে দেশীয় ধারালো অস্ত্রসহ ১০/১২ জনের এক দল লোক প্রবেশ করে ঘরের দরজা খুলতে বলে। টিটু সরকারের স্ত্রী দরজা খুলে লোকজন দেখে চিৎকার-চেচামেচি করলে শাহীন সরকারের ছেলে রায়হান ওই বাড়িতে ছুটে যায়। এসময় ধারালো অস্ত্রসহ ৪ জনকে চিনতে পারে। ঘটনা জানতে চাইলে অতর্কিত ভাবে রায়হানকে কুপিয়ে জখম করে তারা। এসময় আশেপাশের লোকজন টের পেয়ে এগিয়ে এলে পালিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি।
এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া এলাকার মৃত নুরু শেখের ছেলে সুমন(৩৮), জিন্নাত আলীর ছেলে রনি(৪৮), মো. খোকা মিয়ার ছেলে ফরিদ(৪৫) ও মামুন(৪২) সহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের করেন আহত রায়হানের বাবা শাহীন সরকার।
রায়হান সরকার বলেন,’আমার চাচাতো ভাইয়ের বাড়িতে একদল ডাকাত এসে গরু ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় চিৎকার শুনে আমার ছেলে এগিয়ে গেলে ডাকাতদলের ৪ জনকে চিনে ফেললে আমার ছেলেকে কুপিয়ে আহত করে। ওরা পদ্মার ওপার থেকে(লৌহজং) এসে এই এলাকার মানুষের গবাদি পশু লুট করে নিয়ে যায়। চর এলাকায় ডাকাতি করে বেড়ায়। আর এর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান,’এ বিষয়ে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
আপনার মতামত লিখুন :