শিবচরে জোর পূর্বক জমি দখল ও বসতঘর ভাঙচুর, লুটপাট।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-০৫, ৬:২৫ অপরাহ্ন /
শিবচরে জোর পূর্বক জমি দখল ও বসতঘর ভাঙচুর, লুটপাট।

প্রকাশিত,০৫,নভেম্বর

রাকিবুল হাসান(রকি)
শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে জমি দখল ও বসতঘর ভাঙচুর করার প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার(৫নভেম্বর) দুপুরে শিবচর পৌরমার্কেটের দ্বিতীয়তলায় এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী তরিকুল ইসলাম সোহেল, এসময় ভুক্তভোগীর ভাই, বোনসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, তাদের ক্রয়কৃত জমিতে গত আগষ্টে রাতের অন্ধকারে প্রতিপক্ষ ইউসুফ শেখ, তোতা মিয়া, নুরুল হক, আয়নাল হক, সোলেমান এবং তোতা মিয়ার স্ত্রী তাসলিমা বেগম এর তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়িতে প্রবেশ করে। প্রথমে ভুক্তভোগী তরিকুল ইসলামের বাবা-মাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বসত বাড়ি ঘর ভাঙ্গচুর শুরু করে।

এসময় তারা চিৎকার করলে তাদের মুখ চেপে ধরে এবং শরীরে আঘাত করে প্রতিপক্ষরা। এসময় ভুক্তভোগী তরিকুলের বাবা-মায়ের হাতে থাকা মোবাইল নিয়ে তাদেরকে একটি ঘরে তালাবদ্ধ করে। এরপর প্রতিপক্ষের লোকজন দুটি ঘর একটি টিনের এবং অপরটি সেমি পাকা ঘর ও বাড়ির চারদিকের দেয়াল হামার দিয়ে পিটিয়ে ভেঙ্গে ফেলে। এক এক করে সবকটি ঘর ভেঙ্গে তাদের ঘর থেকে বের করে দেয় প্রতিপক্ষ। এসময় তিনটি ঘরে থাকা দামি আসবারপত্র এবং প্রায় ১৩ ভরি গহনা, নগদ ৮০ হাজার টাকা এবং দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় হামলাকারীরা। এ বিষয় ঘটনার দিন থেকে আজও পর্যন্ত ভুক্তভোগী তরিকুল ও তার পরিবার আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার দ্বারে দ্বারে গিয়ে ন্যায়বিচার প্রার্থনা করেও তেমন সারা না পেয়ে মাদারীপুর জেলা আদালতে মামলা করেন। এখনও মামলা চলমান বলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও তার পরিবার জানান।

ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান, উক্ত জমি নিয়ে বিগত দিনে ইউসুফ শেখ অনেক মামলা করেছে যা আমাদের পক্ষে রায় এসেছে। বর্তমানে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এমনকি সামাজিক ভাবে ও স্থানীয় গন্যমান্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতেও বিচার হয়েছে। সেখানেও আমাদের পক্ষে রায় হয়। আমাদের বাড়িটি ভাঙ্গার পর আমাদের নামে মামলা করে। বর্তমানে ভুক্তভোগী তরিকুল ও তার বাবা-মার প্রাণনাশের হুমকি রয়েছে। এসময় দোষীদের শান্তির আওতায় আনা এবং উক্ত সম্পত্তির পাওয়ার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে অনুরোধ জানান।