শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ, আহত ২,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০৫, ৮:২৬ অপরাহ্ন /
শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ, আহত ২,

প্রকাশিত,০৫,জানুয়ারি

রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ২ জন। এতে শিবচর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ ঘটিকায় উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চর কামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পশ্চিম চর কামারকান্দি এলাকার যাচ্চু মৃধার স্ত্রী রেখা বেগম ও মৃত আশরাফ আলী মৃধার ছেলে যাচ্চু মৃধা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম চর কামারকান্দি গ্রামের শাহজাহান মৃধা সঙ্গে একই এলাকার মতিউর রহমান তোতা ও মাহবুব ভূইয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে মতিউর তার লোকজন নিয়ে জমিতে ড্রেজার বসায়। এতে বাধা দেয় শাহজাহান মৃধা ও তার পরিবারের লোকজন।
এ সময় উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে মতিউর রহমান তোতা ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্চু মৃধার স্ত্রী রেখা বেগম ও মৃত আশরাফ আলী মৃধার ছেলে যাচ্চু মৃধা উপর আক্রমণ করে। এতে নারীসহ আহত হন অন্তত ২ জন।

শাহজাহান মৃধা বলেন, আমাদের জায়গায় ড্রেজার বসাতে গেলে বাধা দিলে আমাদের ওপর হামলা চালায় মতিউর ও তার লোকজন। এ ঘটনার বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত মতিউর রহমানের মোবাইলে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’