প্রকাশিত,১৬,নভেম্বর
রাকিবুল হাসান(রকি)
শিবচর, প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বোরহান বাদী হয়ে শিবচর থানায় অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আঃ মান্নান ফকির (৬৫), আঃ মান্নান ফকিরের স্ত্রী শেফালী বেগম (৫৫), মান্নান ফকিরের ছেলে আঃ কাইয়ুম ফকির (২৫) ও মোঃ মিরাজ শেখ (২৮)।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি এলাকার শাহিন দরানী সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেল ৪ টার দিকে আঃ কাইয়ুম ফকির (২৫) এবং ইলিয়াস দরানী (৪২) সাথে কথা-কাটাকাটি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ইলিয়াস দরানী। কথা-কাটাকাটির এক পর্যায়ে ইলিয়াস দরানী কাচি দিয়া আঘাত করলে কাইয়ুম ফকিরের হাত রক্তাক্ত হয়। এরপর রামরায়ের কান্দি সাকিনস্থ কাইয়ুম ফকির পিতা মান্নান ফকির ও শেফালী বেগম রামরায়ের কান্দি সাকিনস্থ বিষয়টি আত্মীয়দের জানাতে গেলে সেখোনে তাদের উপর অতর্কিত হামলা করে ইলিয়াস দরানীর লোকেরা।
স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কাইয়ুম ফকিরের ফুফাতো ভাই মোঃ মিরাজ শেখ কে বেধড়ক মারধর করা হয়। আহতরা প্রত্যেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহত আঃ কাইয়ুম ফকির স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :