শিবচরে উদ্ভোদন হলো থ্রী জিরো ক্লাব


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-০৫, ১০:৪৮ অপরাহ্ন /
শিবচরে উদ্ভোদন হলো থ্রী জিরো ক্লাব

প্রকাশিত,০৫,অক্টোবর

রাকিবুল হাসান(রকি)
শিবচর প্রতিনিধি:

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস স্যারের পৃথিবী গড়ার স্বপ্ন, যেখানে থাকবেনা দারিদ্র্যতা, বেকারত্ব, এবং কার্বণ দূষণ। এমন একটি পৃথিবী গড়ার লক্ষ্যে তার তিন শূণ্য ক্লাবটি বিশ্বের প্রায় ১০০ টি দেশে প্রতিষ্ঠিতভাবে নিরন্তর কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় শিবচরে উদ্ভোধন হলো থ্রী জিরো ক্লাব, এমন একটি ক্লাবের অংশ হয়ে নতুন পৃথিবী গড়তে নিজেদেরকে ধন্য মনে করেন আহবায়ক শান্তনু রাজু, ও শিবচর বাসী দেশের সকল মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছেন,যেখানে থাকবেনা কোন বৈষম্য, বেকারত্ব সকলকে একইসাথে কাজ করে সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কজ করার আহবান জানান তিনি,
ছোট ছোট সমাজ থেকে দেশ এবং ছোট ছোট দেশ থেকে পৃথিবী গড়তে মুক্তমনাভাবে আমরা আমাদের মেধা ও শ্রম দিয়ে নিরন্তরভাবে কাজ করে যাবো।

প্রধান অতিথি হিসেবে ছিলেন কমিশনার ভূমি আব্দুল মালেক ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন সভাপতি: শান্তনু রাজু, ও থ্রী জিরো ক্লাবর সদস্য ইন্তেছার ইসলাম, রেজাউল ইসলাম, সোহেল রানা, সেলিম মোল্লা, আনোয়ার হোসেন শিকদার, লিয়ানা আক্তার, আনেশা নুর, উপস্থিত ছিলেন, মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান।