প্রকাশিত,১৭,নভেম্বর
রাকিবুল হাসান(রকি)
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ২ টায় শিবচর নন্দ কুমার মডেল ইনস্টিটিউশন মাঠে এ সমাবেশ শুরু হয়।
এর আগে দুপুর থেকেই সমাবেশস্থলে বিভিন্ন দিক থেকে ছোট-বড় মিছিল নিয়ে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। সমাবেশে নেতাকর্মীদের ভিড়ে সমাবেশের মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ আলহাজ্জ হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন।
এই গণ সমাবেশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শিবচর শাখার সভাপতি হযরত মাওঃ আকরাম হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাদারীপুর জেলা শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আজিজুল হক মল্লিক, সেক্রেটারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, মুজাহিদ কমিটির শিবচর শাখার সদর মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মোঃ কাজী ইসমামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক সহস্রাধিক নেতাকর্মীরা ।
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আলোচনার মাধ্যমে এই গণ সমাবেশের অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :