শিবচরে ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-২৯, ১১:৩১ অপরাহ্ন /
শিবচরে ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ।

প্রকাশিত,২৯,নভেম্বর

রাকিবুল হাসান(রকি)
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর শিবচরে আজ শুক্রবার (২৯ই নভেম্বর) জুমআর নামাজের পরে হাজী শরীয়তুল্লার (র:) এর ৭ম পুরুষ পীরজাদা হানজালা এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জঙ্গী সংগঠন ইসকন কর্তৃক চট্রগ্রামে মসজিদ ভাংচুর ও মুসলিম আইনজীবী কে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়।

এ সময় বাহাদুরপুরের পীরজাদা হানজালা সহ আরও বক্তব্য রাখেন, জিয়াউল হক কাশেমী, পীরজাদা আবু ত্বহা, মুফতি আয়ূবালী কাশেমী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

তারা উক্ত বক্তব্য বলেন, যে বর্তমানে সারা দেশী যে অস্থিতিশীল পরিস্থিতি চলিতেছে তার জন্য দায়ী হিন্দুধর্মের জঙ্গী সংগঠন ইসকন। এই ইসকন কে শিবচর হতে নিষিদ্ধ করতে করতে এমন জোর দাবী করেন। তারা আরও বলেন যে যদি শিবচরে পূণরায় যদি এই জঙ্গী সংগঠন ইসকন প্রতিষ্ঠিত হয় তবে আমরা আলেম সমাজ পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি দিব। শিবচরের মাটি হাজী শরীয়ত উল্লাহর মাটি এ মাটিতে ইসকনের কোন চিহ্ন থাকতে পারবে না।