শিবচরের প্রবীণ সাংবাদিক আবুল খায়ের খান এর আজ শুভ-জন্মদিন


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০৭, ৯:৪৩ অপরাহ্ন /
শিবচরের প্রবীণ সাংবাদিক আবুল খায়ের খান এর আজ শুভ-জন্মদিন

প্রকাশিত,০৭,জানুয়ারি

রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরের প্রবীণ সাংবাদিক আবুল খায়ের খান এর আজ শুভ জন্মদিন। আজকের এই দিনে (৭ জানুয়ারী) এক শুভ ক্ষণে মাদারীপুর জেলার শিবচরে এক সম্রান্ত মুসলিম পরিবারে তিনি জম্মগ্রহন করেন।

এই কলমযোদ্ধা ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের ডাক এবং বিজয় টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন।
বর্তমানে শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিনি।

জন্মদিন উপলক্ষে সহকর্মী, বন্ধুমহল,স্বজনরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।