শিবচরের আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত যুব‌কের অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-০৮, ৪:৪৫ অপরাহ্ন /
শিবচরের আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত যুব‌কের অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার।

প্রকাশিত,০৮,নভেম্বর

রাকিবুল হাসান(রকি)
শিবচর প্রতি‌নি‌ধিঃ

মাদারীপু‌রের শিবচ‌রে আ‌ড়িয়াল খাঁ ন‌দে অজ্ঞাত(২৫) এক যুব‌কের অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার করে‌ছে শিবচর থানা পু‌লিশ। উপ‌জেলার ব‌হেরাতলা দ‌ক্ষিন ইউ‌নিয়‌নের আ‌ড়িয়াল খাঁ ন‌দের বে‌রিবাধ এলাকা থে‌কে শুক্রবার (০৮ন‌ভেম্বর) দুপু‌রে ওই য‌ুব‌কের মর‌দেহ উদ্ধার হয়।

জানা যায়, শুক্রবার দুপু‌রে আ‌ড়িয়াল খাঁ ন‌দের বে‌রিবা‌ধে ভাসমান অবস্থা অজ্ঞাত(২৫) ওই যুব‌কের মর‌দেহ দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেয় এলাকাবাসী। পু‌লিশ এ‌সে মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে। মৃত ব্যক্তির পড়নে নেভি ব্লু হাফ প্যান্ট ও ফুলহাতা লাল টি-শার্ট আছে। অনুমান ৭/৮ দিন পূর্বে মারা গেছে ব‌লে ধারনা কর‌ছে পু‌লিশ।

শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মোক্তার হো‌সেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। মর‌দেহ‌টি ময়নাতদ‌ন্তের জন‌্য মাদারীপুর ম‌র্গে প্রেরন করা হয়।