শিক্ষা সংস্কৃতি খেলাধুলা একে  অপরের পরিপুরক- ইদ্রিস মিয়া।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-২৪, ৯:২৭ অপরাহ্ন /
শিক্ষা সংস্কৃতি খেলাধুলা একে   অপরের পরিপুরক- ইদ্রিস মিয়া।

প্রকাশিত,২৪,ফেব্রুয়াবি

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন, শিক্ষা সংস্কৃতি খেলাধুলা একে অপরের পরিপুরক তিনি ২৪ ফেব্রুয়ারী সোমবার রাতে পটিয়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে  নাহার পার্কে আবদুল্লাহ মুনতাহিন ফাউন্ডেশন কতৃক আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র আলহাজ্ব ইদ্রিস মিয়া 

উপরোক্ত  একথা বলেন। তিনি আরোও বলেন, বর্তমান অন্তবর্তিকালীন সরকারকে  দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে দলের নেতা কর্মীদের ঐকবদ্ধ হতে হবে,সকল ভেদাভেদ ভুলে কাজ করতে,দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে। 

 তিনি, শিক্ষার্থীদের  পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করেন। তিনি পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

 আব্দুল্লাহ মুনতাহিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পটিয়া অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫মোমেনুল ইসলাম অভির পৃষ্ঠপোষকতাই ফাইনাল খেলায় প্রধান বক্তা ছিলেন নগর ছাএদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লা, উক্ত খেলায় উসমান পাড়া স্পোর্টিং ক্লাব -এ বি চ্যালেঞ্জার্স পরাজিত করে ওসমান পাড়া স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। এতে অনন্য মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি  জাহাঙ্গীর কবির, সাবেক যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, কলিমুল্লা চৌধুরী, সাবেক কমিশনার মোহাম্মদ ইব্রাহিম, আবু জাফর চৌধুরী,  জসিম উদ্দিন, জাফর ফারুকী,  এস এম সুমন, জাহেদুল হক  মেম্বার, এম এ রুবেল প্রমুখ। 

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 
২৪/০২/২৫ ইং।