প্রকাশিত,১৭,জুলাই, ২০২৪
শুভ বসাক :
দেশব্যাপী চলমান কোটা বিরোধী আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে ময়মনসিংহে আন্দোলনের কর্মসূচি নিয়ে সরব হয়ে উঠেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুলাই) বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর ছাত্রলীগের এ কর্মসূচিতে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ ও আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা যোগদান করেন। এদিন বিকেল ৪ টার দিকে নগরীর হিমু আড্ডা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর প্রধান সড়ক টাউন হল, নতুন বাজার, গাঙ্গিনাপাড় হয়ে জিরো পয়েন্টে শেষ হয়। এসময় মিছিলকারীদের কোটা বিরোধী আন্দোলনের নামে চলমান সহিংসতার বিপক্ষে নানা স্লোগান দিতে শোনা যায়। মিছিল শেষে পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সদস্য মোসাব্বির আহমেদ সুজন, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোস্তফা কামাল, মহানগর ছাত্রলীগ নেতা মাকতুম হোসাইন লিসান ও আবরার নোহাস। এসময় মোসাব্বির আহমেদ সুজন তার ব্যক্তব্যে বলেন, রাজপথ থেকে দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
শুভ বসাক
ময়মনসিংহ প্রতিনিধি
আপনার মতামত লিখুন :