প্রকাশিত,৩০, জুন,২০২২
মোঃ জুয়েল রানা, তিতাসঃ
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজ শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টা বিদ্যালয়ের সামনে মাছিমপুর টু বাতাকান্দি সড়কে এই মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন বাবুল, সিনিয়র সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার কনা, সালমা আক্তার ও সহকারী শিক্ষক ফারুকসহ বিভিন্ন শ্রেণির শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করতে হবে। যা দেখে আর কেউ যেন শিক্ষকের গায়ে হাত না দিতে পারে। এই শিক্ষক হত্যাকাণ্ডের বিচার না হলে সমগ্র বাংলাদেশের শিক্ষকেরা নিরাপত্তাহীন হয়ে যাবেন।
আপনার মতামত লিখুন :