প্রকাশিত, ০৯-১১-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণে চিরচেনা গন্ধ আর ভোরের ঘন কুয়াশা বান্দরবান বাসী সহ জানিয়ে দিচ্ছে শীতের বার্তা।
বাংলা বর্ষপঞ্জিতে কার্তিকের পর অগ্রহায়ণ পেরিয়ে পৌষ-মাঘ শীত কাল ধরা হলেও এবার মধ্য-কার্তিকেই শীত শীত অনুভূত হচ্ছে। এর মধ্যে অনেকেই আলমারি থেকে শীতবস্ত্র বের করে রোদে মেলে দিচ্ছেন।
তবে পার্বত্য এলাকায় বান্দরবান সহ বিভিন্ন স্থানে বায়ুর প্রভাবে আকাশ মেঘলাসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ‘পরিবেশ বিপর্যয়ের কারণে এমন বিরূপ প্রভাব পড়েছে।
ট্যুরিস্ট গাইডলাইনরা বলেন, শীতের মৌসুম সেরা হয়ে উঠে ট্যুরিস্ট গাইডদের। শীত বাড়ার সাথে সাথে ট্যুরিজম বাড়বে আমাদের আয়ও বেড়ে যাবে।
আবহাওয়ার এ পরিবর্তনে শিশু ও বৃদ্ধদের সাবধানে চলাচল করতে বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বান্দরবান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা বলেন, ‘ঋতু পরিবর্তনজনিত কারণে নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। একটু সতর্ক না থাকলে সর্দি-কাশি-জ্বর, পেটের পীড়া, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে।
আপনার মতামত লিখুন :