প্রকাশিত
সোহাগ হোসেন বেনাপোল থেকে :
যশোরের শার্শা সীমান্ত থেকে ৪২ বোতল ফেনসিডিল সহ বিল্লাল হোসেন(৪২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১৮মার্চ) সকাল ১১টার সময় শার্শা থানাধীন পান্তাপাড়া গ্রামস্থ জেলেপাড়া টু মান্দারতলা সড়কের বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। গ্ৰেফতারকৃত আসামি বিল্লাল হোসেন পিতা-মৃত নাজিমউদ্দীন,গ্রাম-খড়িডাঙ্গা (উত্তরপাড়া), বেনাপোল পোর্ট থানা,যশোর।
শার্শাথানা অফিসার ইনচার্জ জানান,পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেনসিডিল সহ একজনে আটক করে। আসামির বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১৪তাং-১৮/০৩/২০২৫ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৪(খ) রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৮/৩/২৫
আপনার মতামত লিখুন :