প্রকাশিত,০৮, অক্টোবর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের শার্শা উপজেলায় ১ টি বিদেশি সচল পিস্তল ৩ রাউন্ড গুলি ও ১ জোড়া হ্যান্ডাকাপসহ চিহ্নিত এক সন্ত্রাসীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ সদস্যরা।
রোববার (৮ অক্টোবর) দুপুরে শার্শা থানার জামতলা টু বালুন্ডাগামী পাকা রাস্তায় টেংরা সাকিনস্থ মাকলার বিল চৌরাস্তার মোড় জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে অভিযান পরিচালনা করে অস্ত্র গুলি ও হ্যান্ডকাপসহ চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়। আটকৃত আসামী হলো, সাতক্ষীরা জেলার সদর থানার রসুলপুর গ্রামের আফতাব সদ্দারের ছেলে মনিরুল ইসলাম (৩৬)।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৮/১০/২০২৩
আপনার মতামত লিখুন :