প্রকাশিত,২৬, জুন,২০২২
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরেরর শার্শা উপজেলার বালুন্ডা বাজারে প্রকাশ্যে ইউপি সদস্য বাবলু হত্যা কারি দুই আসামিকে সাতক্ষীরা থেকে আটক করেছে র্র্যার সদস্যরা।
রোববার(২৬শে জুন) সকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ললিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে যশোর র্যাব- ৬ এর সদস্যরা তাদের আটক করে।
আটকৃতরা হলেন, শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বারোপোতা মহিষাকুড়া গ্রামের মৃত নূর আলী মন্ডলের ছেলে আব্দুল হাকিম (৫০) ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে আসানুর (২৬)।
উল্লেখ্য গত ২১শে জুন (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে যশোর জেলার বেনাপোল পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল হাকিম ও আসানুর ধারালো অস্ত্র দিয়ে বাগআঁচড়ার ইউপি সদস্য আশানুর জামান বাবলু(৩৮)কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। বাবলুর মৃত্যু নিশ্চিত হয়ে পালিয়ে যাওয়ার সময়ে আসামিরা ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। বাবলু হত্যাকাণ্ডের পরের দিন নিহতের বাবা রাহাজান আলী মোল্লা (৬৭) বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর নিহতের বাবা রাহাজান আলী বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় আমরা আসামিদের ধরতে আসামিদের অবস্থান ও জড়িত থাকার বিষয়ে তদন্ত করি। একপর্যায়ে আমরা জানতে পারি আটককৃতরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত। এরপর আসামিদের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। রোববার ভোর পাঁচটার দিকে জানতে পারি আসামিরা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ললিতাবাড়ী এলাকায় অবস্থান করছে। ভোর সাড়ে ৬টার দিকে সেখানে পৌঁছে অভিযান চালিয়ে আসামিদের আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি স্বীকার করেছেন। আসামিদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৬/৬/২২
আপনার মতামত লিখুন :