শার্শায় রোকেয়া দিবস পালিত ৪ নারীদের জয়িতাদের সংবর্ধনা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১০, ১০:৩৬ অপরাহ্ন /
শার্শায় রোকেয়া দিবস পালিত ৪ নারীদের জয়িতাদের সংবর্ধনা।

প্রকাশিত,১০,ডিসেম্বর,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৩ পালিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ফারজানা ইসলাম’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা একাডেমি সুপারভাইজার নুরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার ৪ নারীকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনাপ্রাপ্তরা হলেন,-রেক্সোনা খাতুন,মোছা: আবেদা বেগম,অনিন্দিতা বৈশাখী,রেখা রানী বিশ্বাস।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

১০/১২/২৩