শার্শায় জাতীয় শোক দিবস পালিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-১৫, ৮:১৫ অপরাহ্ন /
শার্শায় জাতীয় শোক দিবস পালিত।

প্রকাশিত,১৫, আগস্ট,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল থেকে ঃ

যশোরের শার্শায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট), শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

দিবসের প্রথম প্রহরে শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এসময় পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা, দোয়া ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল, যশোর

১৫/৮/২৩